বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় ১৩ লাখ ৬০ হাজার পিচ বাগদা ও গলদা চিংড়ির রেনু পোনাসহ ১০জনকে অটক করেছে উপজেলা প্রশাসন।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্য রাতে গলাচিপা ফেরিঘাট থেকে মৎস্য বিভাগের সহায়তায় উপজেলা প্রশাসন ট্রাকসহ এসব রেনু পোনা আটক করেন।
আটক ১০জনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহম্মদ ট্রাক ড্রাইভার ও হেলপারকে ১৫দিন এবং ৮ শ্রমিককে ১০দিন করে বিনাশ্রম সাজা প্রদান করে।
দন্ডপ্রাপ্তরা হলেন নোমান হাওলাদার, মাসুদ, রিয়াজ, মোবারক হোসেন, রাকিব, আ. কাদির, রাসেল মৃধা, সাইফুল, শেখ তুহিন, মুকুল মোল্লা।
ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা ফজলুর রহমান জানান, ৩২টি ব্যারেলে পাত্র বোঝাই বাগদা ও গলদা চিংড়ির ১৩লাখ ৬০ হাজার রেনু পোনাসহ ১০ জনকে আটক করা হয়েছে। জব্দকৃত বাগদা ও গলদা চিংড়ির রেনু গলাচিপার রামনাবাদ নদীতে অবমুক্ত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস