বাংলা৭১নিউজ,ডেস্ক: গর্ভাবস্থায় একজন মায়ের শরীরে হরমোনের অনেক পরিবর্তন ঘটায় মুখগহ্বরে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। কোনো কোনো মায়ের ক্ষেত্রে গর্ভাবস্থায় মাড়ির প্রদাহ হতে পারে। ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্তক্ষরণও হতে পারে।যা Pregnancy Gingivitis নামে পরিচিত।
অনেক মায়েদের কিছু টিস্যুর অত্যধিক গ্রোথের কারণে মাড়ি ফুলে যায়। যার কারণে সহজেই মাড়ি থেকে রক্ত পড়া, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া ও ব্যথা হতে পারে।
এগুলো সাধারণত সন্তান জন্মের পরে অদৃশ্য হয়ে যায়। তবে আপনি উদ্বিগ্ন হলে একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন।
আমেরিকান ডেন্টাল একাডেমির মতে, গর্ভকালীন মাড়ি রোগের কারণে অকাল প্রসব ও কম ওজনের সন্তান জন্মদানের আশঙ্কা বেশি।
গর্ভবতী মায়ের বিভিন্ন কারণে দাঁত ক্ষয়ে যাওয়ার প্রবণতা বেশি হতে পারে। আপনি যদি শর্করা জাতীয় খাবার খেয়ে থাকেন তখন দাঁত ক্ষয় হতে পারে।
মর্নিং সিকনেস বা গর্ভাবস্থায় বমি বমি ভাব দেখা দেয়। বমি হলে ভালো করে কুলি করতে হবে। কারণ, মর্নিং সিকনেস আপনার মুখের সংস্পর্শে আসা অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে তুলতে পারে। যেটি আপনার দাঁতের বাহিরের আবরণকে ক্ষয় করে। দাঁতকে সংবেদনশীল করে ফেলে।
তাই গর্ভকালে নিয়মিত ডেন্টাল সার্জনকে দিয়ে বছরে অন্তত দুইবার দাঁত পরীক্ষা করানো উচিত।
বাংলা৭১নিউজ/সি এইস