মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আমেরিকার সোনালি যুগের সূচনা হলো: প্রথম ভাষণে ট্রাম্প গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন পার্বত্য এলাকার বহুমুখী পণ্যের প্রসারে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বাংলাবাজারে ৫ হাজার সরকারি বই জব্দ অলিগলিতে পদচারণা থাকতে হবে থানার ওসিদের : ডিএমপি কমিশনার শেষ মুহূর্তেও কয়েকজনকে ক্ষমা করলেন বাইডেন পল্লবীতে ‘ব্লেড বাবুকে’ কুপিয়ে হত্যা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার ডোনাল্ড ট্রাম্পকে শুভ কামনা ড. ইউনূসের হোয়াইট হাউসে ট্রাম্পকে স্বাগত জানালেন বাইডেন মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে শিক্ষার্থীরা চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মহানবীকে অবমাননার দায়ে ইরানে পপ তারকার মৃত্যুদণ্ড সীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ছোড়ার অনুমোদন পেল বিজিবি সিলেটকে ৬ রানে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয় মতপ্রকাশের স্বাধীনতায় কাউকে হয়রানি করা যাবে না : জামায়াত আমির দ্য হিন্দুর চোখে খালেদা জিয়ার প্রত্যাবর্তন প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় তুলবেন ট্রাম্প মানুষের জীবন-জীবিকা নিয়ে চিন্তা করার যেন কেউ নেই: জিএম কাদের কর্মসংস্থান সৃষ্টি আমাদের লক্ষ্য: আহসান খান চৌধুরী

গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

তদন্ত প্রতিবেদন তৈরি করতে গিয়ে ভয়ংকর সব তথ্য পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। নারীদের জোরপূর্বক গুম করা হতো। অনেক নারী তাদের সন্তানসহ নিখোঁজ হন। অনেকে আবার নিখোঁজের সময় গর্ভবতী ছিলেন।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আংশিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এমন এক নারীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, একজন গর্ভবতী নারী একমাস আটকে ছিলেন। তার তিন বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুও একই সঙ্গে আটক ছিল। গর্ভবতী হওয়া সত্ত্বেও একজন পুরুষ অফিসার ওই নারীকে মারধর করতেন।

আটকে থাকা ছয় বছর বয়সী ছোট্ট এক শিশুর সাক্ষাৎকারও নেওয়া হয়েছে জানিয়ে বলা হয়েছে, শিশুটির বয়স মাত্র ছয় বছর, তাকে মায়ের সঙ্গে সিটিটিসিতে আটক রাখা হয়েছিল। অন্য একটি ঘটনায়, একজন মা এবং তার মেয়েকে তৎকালীন র‍্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে রাতে আটকে রাখা হয়েছিল। পরের দিন মেয়েটিকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়। মায়ের কোনো খবর ছিল না।

প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের মতে, একজন ইমাম শিশুটিকে খুঁজে পেয়ে তাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন। আমরা মেয়েটি এবং একজন প্রাপ্তবয়স্ক নারীকে সন্দেহভাজন র‍্যাব কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। যেখানে রাতে যে কক্ষগুলোতে তাকে রাখা হয়েছিল তার একটি কক্ষকে নিশ্চিতভাবে শনাক্ত করতে সক্ষম হন। তার মা আর ফিরে আসেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, গুম হওয়াদের মধ্যে নারীর তুলনায় পুরুষ উল্লেখযোগ্যভাবে বেশি। আংশিক কারণ হিসেবে বলা হয়েছে, অনেক নারী নির্যাতনের শিকার ও সামাজিক কলঙ্কের ভয়ে সামনে আসতে দ্বিধাগ্রস্ত। অনেক ক্ষেত্রে নারীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল কারণ তাদের পুরুষ আত্মীয়দের সঙ্গে তার সম্পর্ক ছিল।

বাংলা৭১নিউজ/এসএম

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com