ময়মনসিংহের ভালুকায় গরু চুরির সন্দেহ করায় মালিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান ওরফে কালা মিয়াকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) রাতে সিলেট সদর উপজেলার লালবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভালুকা থানা পুলিশ।
গ্রেফতার মেহেদী হাসান উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে।
নিহত আসাদুল ইসলাম উপজেলার ধীতপুর আকন্দ বাড়ি এলাকার শামছুদ্দিনের ছেলে। তিনি পোলট্রি খাদ্যের ব্যবসা করতেন।
বিষয়টি নিশ্চিত করেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম।
পুলিশ জানায়, প্রায় পাচ-ছয় মাস আগে আসাদুলের গরু চুরি হয়। তার সন্দেহ ছিল মেহেদী হাসান তার গরু চুরি করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
এমতাবস্থায় গত ১৯ এপ্রিল বিকালে আসাদুলকে ফোন করে ডেকে ধীতপুর এলাকার সুতিয়া নদীর পাড়ে নিয়ে যায় মেহেদী হাসান। সেখানে মেহদী ও তার সহযোগীরা আসাদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ওই দিন রাতেই রাতেই সাব্বির ও রবিন নামের দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে পুলিশ।
পরদিন ২০ এপ্রিল নিহতের ছোট ভাই নাজমুল হক বাদী হয়ে ভালুকা থানায় তিনজনের নাম উল্লেখ্য করে মামলা করেন।
ভালুকা থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। প্রধান আসামি মেহেদী হাসানকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে