বাংলা৭১নিউজ, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে আছকির মিয়া (৫৫) নামে এক ব্যাক্তিকে গলাটিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কামারগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। আছকির মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কামারগাঁও গ্রামের মৃত মনছব উল্লার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে.এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওইদিন বিকেলে আছকির মিয়ার মেয়ের সাথে গরুর ঘাস খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয় পাশের বাড়ির শরিফ মিয়া ও তার ছেলে সুমন মিয়ার সাথে।
একপর্যায়ে তারা আছকির মিয়া বাড়িতে গিয়ে আছকিরের মুখ ও গলায় চেপে ধরেন। পরে আছকির মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস