মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদী উপজেলা নির্বাচন সিরাজগঞ্জে গোপন বৈঠক, ৫ প্রিসাইডিং কর্মকর্তাসহ গ্রেপ্তার ৬ প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ন্যায্যমূল্যে পণ্য মানুষের কাছে পৌঁছাতে কাজ করছে টিসিবি ঢাকায় আসছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে : দীপু মনি ২৩ ফুট লম্বা আঁচল, মেট গালায় শাড়িতে নজর কাড়লেন আলিয়া এক কোটি কার্ডধারীকে ভর্তুকি মূল্যে পণ্য দেবে টিসিবি শহীদ আহসান উল্লাহ মাস্টারের শাহাদৎবার্ষিকী আজ উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩৪৭৩৫ চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

গম আমদানি করবে সরকার

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ৮ মে, ২০১৯
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: খাদ্য নিরাপত্তা বলয় আরও সুদৃঢ় করতে রাশিয়া থেকে জি-টু-জি (সরকার-টু-সরকার) পদ্ধতিতে এক লাখ মেট্রিক টন গম আমদানি করবে সরকার। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা।

বুধবার (৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, রাশিয়া হতে সরকার টু সরকার পর্যায়ে এক লাখ মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়ে। এতে ব্যয় হবে ২২৪ কোটি ৫৩ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুসারে প্রতি টন গমের মূল্য ২৬৭.৩০ ডলার। ২০১৮-১৯ অর্থবছরের সংশোধিত বাজেটে গম আমদানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ ৫০ হাজার টন। এজন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে এক হাজার ৩৪১ কোটি ছয় লাখ টাকা। চলতি অর্থবছরে ইতিমধ্যে চার লাখ ৫০ হাজার টন গম আমদানিতে এক হাজার ৫২ কোটি ২২ লাখ টাকা খরচ করা হয়েছে।

২০১৩-১৪ অর্থবছরে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি স্বাক্ষর হয়েছিল। গত এপ্রিলে খাদ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরকারি পর্যায়ে এক লাখ টন গম আমদানির জন্য মস্কো সফর করে।

বাংলা৭১নিউজ/এলএ.এফএ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com