বাংলা৭১নিউজ, মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় এবার গমের দাম না পেয়ে কৃষকেরা হতাশ হয়ে পড়েছে। এখন পর্যন্ত সরকারি ভাবে গম ক্রয়ের নিদের্শনা না আসায় বাজারে গম সস্তা দরে বিক্রি হচ্ছে।
কৃষকদের গম কাটা মারা প্রায় শেষ হয়ে যাচ্ছে, বোরো ধান কাটা মারা শুরু না হতেই সরকারি ভাবে ধান ও চালের মুল্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু সরকারি ভাবে গম ক্রয়ের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। এতে করে বাজারে বর্তমানে কৃষকরা পানির দরে গম বিক্রি করছেন। গম চাষীরা তাদের নায্য মুল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
বর্তমানে ৭শত টাকা দরে বাজারে গম বিক্রি হচ্ছে। এ ব্যাপারে বোদা পৌর শহরের সাতখামার গ্রামের কৃষক জালাল উদ্দীন জানান, তিনি চলতি মৌসুমে ১ একর জমিতে গম চাষ করেছেন।
তার ১ একর জমিতে গম উৎপাদনে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। কিন্তু বাজারে গমের যে দাম তাতে তার কোন লাভ হবে না বলে তিনি জানান। গমের বাজার মুল্য কম থাকায় প্রতি বছর গম চাষের লক্ষ্যমাত্রা কমে যাচ্ছে বলে স্থানীয় কৃষকদের অভিমত।
বাংলা৭১নিউজ/জেএস