বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৫ (হাটহাজারী) সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী (অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নির্বাচনের প্রধান সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে হাটহাজারী পৌরসভার কামালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জেলার হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম আটকের খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না খতিয়ে দেখছি। সকালে তা জানতে পারবেন।
তবে সকালে বার বার কল দেয়ার পরও মোবাইল কল রিসিভ না করায় কোনো তথ্য জানা যায়নি।
এদিকে, নিজের নির্বাচনের প্রধান সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকীকে আটকের কারণে রাত ৩টা পর্যন্ত থানার সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ২০ দলীয় ঐক্যজোটের শরীক কল্যাণ পার্টি চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেফতার না করার জন্য উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও পুলিশ তা উপেক্ষা করে চলছে। কোনো ধরনের মামলা ও অভিযোগ না থাকার পরও রাত ৯টার দিকে তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী শোয়েব মোর্শেদ ফারুকীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার এ ব্যাপারে পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিবেন বলে তিনি জানান।
সৈয়দ ইবরাহিম বলেন, রাত ১১টায় খবর পেয়েই থানার মূল ফটকে অবস্থান নেই। থানার ওসির কাছে জানতে চাই, আমার নিরাপরাধ সহকর্মীকে কেন আটক করা হয়েছে। আমার প্রতিদ্বন্দ্বী মহাজোট প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে কথা বলেছি। উনি ওসিকে ফোন করে আটকের কারণ জানতে চেয়েছেন। তবে পুলিশ শোয়েব মোর্শেদ ফারুকীর বিষয়ে কোনো অভিযোগের তথ্য দিতে পারেনি। ওসি বলেন, মামলা আছে কি না তদন্ত করে দেখছি। এভাবে তো চলতে পারে না।
এ প্রসঙ্গে জানতে বৃহস্পতিবার সকাল ৯টার পর হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরের সরকারি মোবাইলে কল করা হয়। তবে তিনি মোবাইল কল রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভোরের ডিউটি অফিসার এএসআই মুনির হোসেন জানান, শোয়েব মোর্শেদ ফারুকী নামের একজনকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে ওসি স্যার ভালো বলতে পারবেন। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস