শনিবার, ২৯ জুন ২০২৪, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত চট্টগ্রামে মার্কেটে ভয়াবহ আগুন, নিহত ৩ ভারত আমাদের পরীক্ষিত বন্ধু: ওবায়দুল কাদের বিষয় ছাড়া কীভাবে ডায়ালগ হবে? প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের প্রশ্ন সব ধরনের সবজির বাজার উচ্চমূল্যে স্থিতিশীল পাউবো’র ৮টি জোনের মধ্যে প্রথম স্থানে ফরিদপুর মুখোমুখি বিতর্কে বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে আজ ফুটবলার রাউল গঞ্জালেজের জন্মদিন ‘খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, দায় সরকারের না’ ৪০ লাখ ডলার জেতার আনন্দে হার্ট অ্যাটাক করলেন তিনি নতুন শিক্ষাক্রমে গ্রামের অভিভাবক খুশি, আপত্তি শহুরে বাবা-মায়ের আল-আকসার ইমামের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনল ইসরায়েল ডিএনসিসির অভিযানে ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে ১০ বিঘা ভূমি উদ্ধার আমের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী তিন সেতু থেকে টোল আদায় ১৪৭২ কোটি টাকা ফল ও সবজির রপ্তানি বাড়াতে পর্যাপ্ত এয়ার কার্গো চান ব্যবসায়ীরা এবি ব্যাংকের মোংলা সমুদ্রবন্দর উপশাখার উদ্বোধন শুক্রবার ভোট, কে হচ্ছেন ইরানের প্রেসিডেন্ট বাহাউদ্দিন নাছিমের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতাদের মতবিনিময় সভা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন বর্তমান সরকারের অঙ্গীকার

গভীর রাতে বস্তিতে আগুন, পুড়ল ৭০ ঘর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জের ফতুল্লায় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে বস্তির প্রায় ৭০/৮০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি সিএনজি পাম্প ও জেলা কারাগারসহ জেলা রেজিস্ট্রি অফিস।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে রাত ৩টায় বস্তিতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও বস্তিবাসী।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে যান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিক। তিনি ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ জেলা কারাগারের কাছে সিএনজি পাম্প সংলগ্ন জলাধারের ওপর মুলি বাঁশ ও টিন দিয়ে তৈরি ভাসমান ওই বস্তিতে বেশ কয়েকটি টং দোকান, ঝুটের গুদাম ও বাড়িসহ প্রায় ৭০টি স্থাপনা পুড়ে গেছে। ওই বস্তিতে কয়েক মাস আগেও ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০/৩৫টি ঘর পুড়ে যায়। এছাড়াও প্রতি বছর এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বস্তির পাশেই একটি সিএনজি স্টেশন থাকায় মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়ে। আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মন্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ৭টি ইউনিটের দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করে।

এ সময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ঢাকা থেকে আসা এবং দূরপাল্লার অর্ধ শতাধিক যানবাহন আটকা পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ৭টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

বাংলা৭১নিউজ/ আর এস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com