মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চিপসের প্যাকেট ১, ডাবের খোসা ও দইয়ের পাত্র ২ টাকায় কিনবে ডিএনসিসি সিরাজগঞ্জে গ্যাস লাইনের পাইপ স্থাপনের সময় মাটিচাপা পড়ল শ্রমিক দীর্ঘ প্রতীক্ষার পর চুয়াডাঙ্গা-যশোরে স্বস্তির বৃষ্টি ১০ মে ঢাকায় সমাবেশ করবে বিএনপি ফিলিস্তিনের পক্ষে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের কর্মসূচি ইলিশের উৎপাদন বেড়ে ৫.৭১ লাখ টন: মন্ত্রী চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী সুন্দরবনে আগুন কেন, গভীরভাবে খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর লোডশেডিং আগের তুলনায় কমেছে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান স্বামীর সঙ্গে ঝগড়া করে বোবা ছেলেকে কুমিরের মুখে ফেললেন নারী ইউক্রেনের কাছে পারমাণবিক মহড়ার নির্দেশ পুতিনের চট্টগ্রামে কালবৈশাখীর তাণ্ডব : সড়কে গাছ পড়ে যান চলাচল ব্যাহত দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করতে হবে একীভূত হবে না ন্যাশনাল ব্যাংক, নিজেরাই সবল হতে চায় প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ ধামরাই ঝড়ে টিনের চালা ভেঙে পড়ে দুই নিরাপত্তারক্ষী নিহত হিলি দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি মাঠে কাজ করছিলেন স্বামী, খাবার দিতে গিয়ে বজ্রপাতে গৃহবধূ নিহত

গভীর রাতে এশা কাণ্ড

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
  • ৫৭৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: গভীর রাতে কবি সুফিয়া কামাল হলে এশা কাণ্ড। আবার উত্তপ্ত হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশার হাতে ছাত্রী নির্যাতন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘পড়তে এসেছি, মরতে নয়’, ‘হলে হলে অত্যাচার বন্ধ করো বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দেয়।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ভিদবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোরশেদা বেগমকে হল ছাত্রলীগ সভাপতি ইফফাত জাহান এশা ডেকে নিয়ে মারধর ও নির্যাতনের পর এই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করে।

ঘটনার পর এশার বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।  একপর্যায়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছাত্রীদের শান্ত করার চেষ্টা করেন এবং এশাকে হলের আবাসিক শিক্ষক হেফাজতে নেন।

এদিকে ছাত্রীদের নির্যাতনের ঘটনা শোনার পর ক্যাম্পাসজুড়ে মিছিল শুরু করে ছাত্ররা।  জিয়াউর রহমান হলসহ কয়েকটি হলে বের হতে বাধা দিলে একপর্যায়ে গেটের তালা ভেঙে বেরিয়ে আসেন ছাত্ররা।

জানা যায়, জসীমউদদীন হল, বঙ্গবন্ধু হল, বিজয় একাত্তর হল থেকেও ছাত্ররা গেটের তালা ভেঙে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা।  অন্যদিকে ছাত্রীরা হলের ভেতরে বিক্ষোভ শুরু করেন এবং তালা ভেঙে বের হয়ে আসার চেষ্টা করেন। টিএসসি, শহীদ মিনারসহ কয়েকটি জায়গায় ছাত্ররা বিক্ষোভ ও মিছিল করেন।

ঘটনার পর এশাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বহিষ্কারের বিবৃতি দেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

অপরদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এশাকে প্রথমে হল থেকে ও পরে বিশ্ববিদ্যালয় থেকেও বহিষ্কার করা হয়েছে বলে জানান ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

ইফফাত জাহান এশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com