বাংলা৭১নিউজ, ময়মনসিংহ প্রতিনিধি: গফরগাঁও উপজেলার নবগঠিত পাগলা থানার ৯নং পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রাম থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতাকে পুলিশ বুধবার রাতে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম ১৯৯০ দশকের গফরগাঁও থানা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ছিলেন । তার পিতার নাম মোঃ আইনুউদ্দিন মাষ্টার ।
পুলিশ সুত্রে জানা গেছে, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম (৪৬) ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থানায় দায়েরকৃত একটি নিয়মিত মামলার সাজাপ্রাপ্ত আসামি। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল গফরগাঁও উপজেলার পাগলা থানার আওতাধীন লামকাইন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে কোর্টের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ।
পাগলা থানার ওসি মোখলেছুর রহমান বলেন, গ্রেফতার রফিকুল ইসলাম সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস