বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনের পেছনে একটি মালবাহী বগির চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে গেছে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৫৬ ডাউন ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়েছে।
এতে ট্রেনের ইঞ্জিনের পেছনের একটি মালবাহী বগির চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে যায়। এ সময় চলন্ত ট্রেন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হন।
গফরগাঁও কর্তব্যরত স্টেশনমাস্টার মাসুদুর রহমান মাসুম জানান, দুর্ঘটনায় আমাদের কোনো গাফিলতি ছিল না। লাইন ক্লিয়ার ছিল।
গফরগাঁও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাইল করিম জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।
বাংলা৭১নিউজ/এসআর