বাংলা৭১নিউজ,(ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করেন।
ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের খোদাবক্সপুর বাজারে।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে খোদাবক্সপুর বাজারের কাদির মিয়ার বন্ধ মুদি দোকানের ভেতরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বড় হয়ে পাশের ঔষধের দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুদি দোকানের প্রায় সব মালামাল পুড়ে যায়। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান ও বেশ কিছু মালামাল উদ্ধার করেন। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রেজাউল করিম বলেন, মুদি দোকানের ভিতর গ্যাস সিলিন্ডার লিক হয়ে আগুন ধরে যায়। এতে প্রায় পঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলা৭১নিউজ/এসআর