শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মাসুদ আলী খান মারা গেছেন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: বাণিজ্য উপদেষ্টা স্পিকারের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে আইন উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী শহিদুজ্জামান চার দিনের রিমান্ডে সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে আরও সক্রিয় হতে হবে সরকারকে কোস্টগার্ডের ডিজির দায়িত্ব নিলেন রিয়ার এডমিরাল জিয়াউল হক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অর্থপাচার অনুসন্ধানে সিআইডি সবুজবাগে ২১ মামলার আসামিকে হত্যার অভিযোগ কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার বিসিএস পরীক্ষায় একজন প্রার্থী ৪ বার অংশ নিতে পারবেন রোহিঙ্গাদের উত্তর আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র নৌকায় যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩০ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী সাবেক কর কমিশনার রঞ্জিত ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ১৩৩.৩৩ শতাংশ শুক্রবার থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন বাসচাপায় ববি শিক্ষার্থী নিহত, ফের মহাসড়ক অবরোধ নির্বাচনে যেতে ১২ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল হাসিনা সরকার: নুর জামালপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ মেগা প্রকল্প বাস্তবায়নে মেগা চুরি হয়েছে : ড. দেবপ্রিয়

গণহত্যা মামলায় প্রথম কারাগারে পুলিশ কর্মকর্তা জসিম

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় করা মামলায় গ্রেফতার হওয়া পরোয়ানাভুক্ত আসামি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীন মোল্লাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় প্রথম কোনো আসামি হিসেবে পুলিশের এ কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। 

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে এ সংক্রান্ত মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন- বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী।

এদিন বিকেল সাড়ে ৩টার দিকে জসিম উদ্দীন মোল্লাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিকেল ৪টা ৩৫ মিনিটে শুরু হয় শুনানি।

এর আগে গণহত্যায় অভিযুক্ত আসামি হিসেবে বুধবার সাবেক ডিসি জসিম উদ্দিনকে রংপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

এর মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেফতার হওয়া প্রথম কোনো আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলো।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, প্রাথমিক তদন্তে জসিম উদ্দীনের বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম।

এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখের সই করা পৃথক প্রজ্ঞাপনে জসিম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এর আগে তিনি ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। গত ২৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২০ নভেম্বর তাদের হাজির করার আদেশ দেন আদালত। জসিম সেই ১৭ জনের একজন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com