বাংলা৭১নিউজ, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ মার্চে গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইন্তাজ আলী খানের সভাপতিত্বে প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন বক্তব্য রাখেন।
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা দিবসে আলোচনা সভায় মুক্তি যুদ্ধের ইতিহাস ও গল্প নিয়ে বক্তব্য রাখেন মাজপাড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আশরাফ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ সাত্তার। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী, কর্মচারী, অভিভাবক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/জেএস