বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সবাই একসঙ্গে শান্তিতে থাকতে চাই : পররাষ্ট্র উপদেষ্টা নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু ‘আমাদের একমাত্র লক্ষ্য শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা’ বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েন সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম বিএনপিকর্মী মকবুল হত্যা: সাবেক মুখ্য সচিব নজিবুর কারাগারে প্রশাসন নিরপেক্ষ করতে ‘স্বৈরাচারের দোসরদের’ অপসারণ করুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন দিগন্ত উন্মোচন করবে বীর মুক্তিযোদ্ধা শফিউল্লাহ শফিকে পুলিশে দিল ছাত্র-জনতা বইমেলায় স্টলের জন্য আবেদন করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত ডিআরইউর সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ ভারত থেকে ২৫ হাজার টন চাল আসছে বৃহস্পতিবার আইএসও/আইইসি ২৭০০১:২০২২ সনদ অর্জন করলো পূবালী ব্যাংক কলকাতার কারাগার থেকে মুক্তি পেয়েছেন পি কে হালদার নিজ দেশে ফিরে যেতে রোহিঙ্গা মুফতি-ওলামাদের সমাবেশ ভিডিও: কাজাখস্তানে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত ৪০ উপকূলীয় মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়? ইসলামী ব্যাংকে নিয়োগ, স্নাতক পাসেও আবেদনের সুযোগ

গণমাধ্যম, মিডিয়া মনিটরিং সেল এবং বাস্তবতা: সাংবাদিক প্রতিক্রিয়া

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ৭ মে, ২০১৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মঞ্জুরুল আহসান বুলবুল ও মাহফুজউল্লাহ

বাংলা৭১নিউজ, ডেস্ক: বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে সরকার ও বিরোধীপক্ষের বিপরীত মত। বতর্মান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে দাবি করা হলেও বিরোধী পক্ষ বলছে, এ সরকার যেভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ ও সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতন করছে, তাতে মত প্রকাশের অধিকারকে সঙ্কুচিত করা হয়েছে। দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোকেও বিভিন্ন সময়ে কথা বলতে দেখা গেছে।

এমন পরিস্থিতিতে, গণমাধ্যমের জন্য মনিটরিং সেল গঠনের কথা বলেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এক প্রশ্নের জবাবে তিনি বুধবার সংসদকে জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও তথ্য পর্যবেক্ষণের জন্য সরকার একটি মনিটরিং সেল গঠন করতে যাচ্ছে। সংবাদ মাধ্যম ও বিভিন্ন ব্লগ বিভিন্ন ধর্মবিশ্বাস ও মতামতের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সমাজে বিভেদ তৈরি করে, তা পর্যবেক্ষণের জন্য এ সেল কাজ করবে।

এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, গণমাধ্যমকে আরও বেশি নিয়ন্ত্রণ করতেই সরকার এই মনিটরিং সেল করার উদ্যোগ নিয়েছে। নিজেদের অনাচার ও দুর্নীতি চাপা দিতেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সরকার বেপরোয়া হয়ে উঠেছে।

মনিটরিং সেল গঠনের বিরোধিতা করেছেন সাংবাদিক নেতারা। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট মাহফুজউল্লাহ রেডিও তেহরানকে বলেন, সংসদে তথ্যমন্ত্রীর মিডিয়া মনিটরিং সেল করার কথা বর্তমান সরকারের সিদ্ধান্তেরই বহিঃপ্রকাশ। এ সেলটি তথ্য অধিদফতরের নিয়ন্ত্রণে কাজ করবে বলেই জানা যাচ্ছে। কিন্তু এ প্রতিষ্ঠানটির অতীত ইতিহাস হলো, এর মাধ্যমেই সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে থাকে। তাই এর দৃষ্টিভঙ্গি ও মনোজগত গণমাধ্যমের জন্য নিয়ন্ত্রণমূলক। তাই অভিভাবক প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি সংশোধন না হলে তার অধীনে থাকা মনিটরিং সেল, গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্যই কাজ করবে। আর গণমাধ্যমে কোনটা জনবিরোধী, ধর্মবিরোধী, জাতীয় স্বার্থ বিরোধী তা কে নির্ধারণ করবে? কেননা প্রতিটি দেশে সমাজে এ নিয়ে মতপার্থক্য আছে। আর বর্তমান প্রেক্ষাপটে সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য মনিটরিং সেল করতেই পারে বলে মনে করেন মাহফুজউল্লাহ।

এ প্রসঙ্গে সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল রেডিও তেহরানকে বলেন, তথ্য অধিদফতরের মাধ্যমেই সরকার ও গণমাধ্যম পরস্পরের মধ্যে যোগাযোগ করে থাকে। এটা দীর্ঘকালের ঐতিহ্য। যদিও এ অধিদফতরকে অপব্যবহারও করা হয়েছে। সংবাদপত্রের প্রথম পাতায় কবিতা ছাপানোর জন্যও এ প্রতিষ্ঠানটিকে ব্যবহার করা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠান থাকার পরও কেন আলাদা মনিটরিং সেল গঠনের প্রয়োজন পড়লো, তা বোধগম্য নয়। তবে, কোন উদ্দেশ্য সরকার এটি করতে চায় সেটি পরিষ্কার না হওয়ায়, এখনও মন্তব্য করার সময় আসেনি। তবে দেশের গণমাধ্যমের যে অবস্থা তা নিয়ন্ত্রণের জন্য কোনো সেল করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। দেশের গণমাধ্যম কর্মীরা তা মেনে নেবে না বলেই জানান মঞ্জুরুল আহসান বুলবুল।

বিএনপির শাসনকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে মনিটরিং সেল করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পেশাজীবী ও প্রশাসনের লোকদের দিয়ে এ সেল পরিচালিত হতো। এই সেল কি কাজে ব্যবহার করা হয়েছে, সেটা জানা নেই। সরকারকে সহায়তার জন্যও করা হতে পারে। তারপরও এ সেল নিয়ে সরকারের ভেতরে বাইরে সমালোচনা হয়েছিল বলে জানান মঞ্জুরুল আহসান বুলবুল।

বাংলা৭১নিউজ/রেডিও তেহরান

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com