জাতীয় সংসদে উত্থাপিত গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকরা।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জাস্টিস ফর জার্নালিস্ট-এর ঢাকা বিভাগীয় কমিটি আয়োজিত এক সাংবাদিক সমাবেশে এই দাবি করেন সাংবাদিকরা।
সমাবেশে বক্তারা বলেন, গণমাধ্যমকর্মী আইন-২০২২ এ সাংবাদিকদের স্বার্থ দেখা হয়নি। আইনে নানা অসঙ্গতি রয়েছে। এসব অসঙ্গতি দূর না করলে গণমাধ্যমকর্মী আইন-২০২২ প্রত্যাহারের দাবি জানাই।
সাংবাদিক নেতাদের সমালোচনা করে বক্তারা বলেন, সাংবাদিক সংগঠনগুলোর নেতারা গণমাধ্যমকর্মী আইন-২০২২ এর বিষয়ে আরও জোরালো প্রতিবাদ করা উচিত। তারা সেটা না করলে সাংবাদিকদের সঙ্গে অবিচার করা হবে। মালিকপক্ষ সবসময়ই সাংবাদিকদের বেতন-ভাতা নিয়ে ঝামেলা করেন। যে সুযোগ সুবিধা দেওয়া দরকার তা দেন না। অনেক সাংবাদিককে নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করতে হয়।
সমাবেশে জাস্টিস ফর জার্নালিস্ট-এর ঢাকা বিভাগীয় কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন।
বাংলা৭১নিউজ/এসএইচ