বাংলা৭১নিউজ, ঢাকা: গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী একে খন্দকার ও একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। আজ রবিবার দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গণফোরামে যোগ দিবেন তারা।
জানা গেছে, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে একে খন্দকারকে পরিকল্পনা মন্ত্রী করা হয়। তাকে সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়াও বিমান বাহিনীর প্রধান ছিলেন তিনি।
যোগদানের বিষয়ে গণফোরাম নেতা পথিক জানান, একে খন্দকারের পাশাপাশি আজ গণফোরামে যোগ দিচ্ছেন একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তাদের স্বাগত জানাবেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা জানান, রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তারা গণফোরামে যোগ দেয়ার বিষয়ে আগে থেকে কিছু বলতে রাজি হচ্ছেন না। তবে গণফোরাম তথা জাতীয় ঐক্যফ্রন্টে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনীতিবিদ যোগ দেবেন। তাদের বেশিরভাগই আগামী নির্বাচনে অংশ নিতে পারেন। সূত্র: কালের কণ্ঠ।
বাংলা৭১নিউজ/জেএস