শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ. লীগের নেতাকর্মীরা মিথ্যার প্রতিযোগিতা করেছে: শফিকুর রহমান কুড়িল বিশ্বরোডে বিআরটিসির বাসে আগুন নয়াপল্টন থেকে শুরু হলো বিএনপির র‍্যালি পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা, ২ স্কুলছাত্র নিহত ‘আসিফ নজরুলের সঙ্গে আ. লীগ নেতাদের আচরণ দেশের আত্মমর্যাদার ওপর আঘাত’ খালেদা জিয়া লন্ডন যাচ্ছেন না আজ পেঁয়াজ-মুরগি-সবজিতে কিছুটা স্বস্তি, সর্বোচ্চ দামে আলু সাবেক এমপি তাহজীব আলম তিনদিনের রিমান্ডে মেক্সিকোতে গাড়ির মধ্যে মিলল ১১ লাশ শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পাবনায় মানসিক ভারসাম্যহীন যুবককে গলা কেটে হত্যা ঢাকা কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক জাহানারা বেগম হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসিকে বেছে নিলেন ট্রাম্প ঢাবির হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ জেনেভা ক্যাম্পে হত্যাসহ ৬ মামলার আসামি ‘বোমা আরমান’ গ্রেফতার শোকজের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন সমন্বয়ক হাসিব আল ইসলাম ডিমেরিট পয়েন্ট পেল বাংলাদেশ-ভারত সিরিজের আউটফিল্ড ঝুঁকি নিয়ে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক প্রথমবারের মতো দেশে চালু হচ্ছে ‘অরেঞ্জ বন্ড’ গাজা-লেবাননে আরও শতাধিক প্রাণহানি

গণতন্ত্র লাইফ সাপোর্টে: ফখরুল

বাংলা৭১নিউজ, ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পড়া হয়েছে

গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নিজেদের মতো করে নির্বাচন করতে ডিসি-এসপি-ইউএনও-ওসিদের সাজাচ্ছে। অন্যদিকে বলছে, আওয়ামী লীগের আমলে সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য বছরের সেরা কৌতুক।

তিনি বলেন, গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। সেখান থেকে গণতন্ত্রকে রক্ষা করতে হলে তরুনদের জেগে উঠতে হবে। আর কালবিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে এ দানবীয় সরকারের হাত থেকে মুক্তি পেতে।

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে এবং নেতাকর্মীদের ‘মিথ্যা’ মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে এ সমাবেশ করে বিএনপি।

ফখরুল বলেন, আগামী নির্বাচনে বিরোধী দল তথা বিএনপি যাতে অংশ নিতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। কিন্তু মামলা ও সাজা দিয়ে এ আন্দোলন দমিয়ে রাখা যাবে না। দেশের জনগণ আজ মাঠে নেমেছে সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে পেতে।

বিএনপির মহাসচিব বলেন, সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি মানুষের ঘরের চাল নেই, ডাল নেই, তেল নেই। এদিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে এ দেশকে শোষণ করতে হবে।

তিনি বলেন, আজকে আমরা রাস্তায় নেমেছি এ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ তারা পুরো রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে।প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যেভাবে পারো বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দাও। দ্রুত আইনের মাধ্যমে গ্রেফতার করে সাজার ব্যবস্থা করো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্যসচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com