বাংলা৭১নিউজ,(যশোর)প্রতিনিধি: যশোরের কেশবপুরে রবিবার ভোরে যশোর-চুকনগর সড়কের মধ্যকুল নামক এলাকায় খৈল বহনকারী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মাছের ঘেরে পড়ে গেছে। এ ঘটনায় খৈল মালিকের ক্ষতি হলেও ঘের মালিকের হয়েছে সুবিধা। দুর্ঘটনায় চালকের সহকারী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এলাকাবাসী জানায়, ভোরে একটি ট্রাক মাছের ঘেরের পানিতে পড়ে যাওয়ায় খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসে চালক ও তার সহকারীকে উদ্ধার করে। ট্রাকচালক মোহাম্মদ উজ্জল জানান, নাটোরের স্টেশন বাজারের শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ অয়েল মিল থেকে ২৪০ বস্তা খৈল নিয়ে খুলনার চুকনগর বাজারের শাওন এন্টারপ্রাইজের উদ্দেশে যাচ্ছিলাম। পথিমধ্যে কেশবপুরের মধ্যকুল নামক এলাকায় পৌঁছালে ট্রাকটি একটি মাছের ঘেরের পানিতে পড়ে যায়। এ সময় চালকের সহকারী জিয়ারুলের মাথা ও হাত কেটে আহত হয়। চালক উজ্জল ও তার সহকারী জিয়ারুলের বাড়ি পাবনা সদর উপজেলার ইসলামগাতী গ্রামে।
সকালে ঘেরের পানি থেকে বস্তাভর্তি খৈল ওঠানোর সময় অনেকেই বলতে থাকেন খৈল মালিকের ক্ষতি হলেও ঘেরের মালিকের হলো পোয়া বারো। প্রত্যক্ষদর্শীরা জানায়, পানি থেকে খৈল ওঠানোর সময় ঘেরের মাছ বস্তার চারপাশে লাফালাফিও শুরু করে। এলাকাবাসী জানায়, ওই মাছের ঘেরে আবুল কাশেম নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন।
খবর পেয়ে সকালে চুকনগর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বাংলা৭১নিউজ/এমএস