ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের (উত্তর জোন) ফাইনাল ম্যাচে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
দুই বিভাগ সূত্রে জানা গেছে, সংঘর্ষে মার্কেটিং বিভাগের চার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ম্যাচে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দল আগে ব্যাটিং করে। ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ১৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মার্কেটিং বিভাগের দলটি ৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। খেলার এই পর্যায়ে মার্কেটিং বিভাগের এক ব্যাটসম্যানের আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড় ও দর্শকেরা পরস্পরকে স্লেজিং করতে থাকেন।
এ নিয়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পরকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। কেউ কেউ পরস্পরের দিকে চেয়ার ও ইটের টুকরা ছোড়েন। এতে ১১ শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, খেলার একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তারা সংঘাতে লিপ্ত হন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।
বাংলা৭১নিউজ/এসএইচ