মাদারীপুরের কালকিনিতে খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে মো. রাইয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপরে তার মৃত্যু হয়েছে।
মৃত রাইয়ান উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝেরকান্দি গ্রামের ফোরকান আকনের ছেলে।
মৃতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু রাইয়ান ঘরের কাছে টিউবওয়েলের পাশে পানিভর্তি বালতি নিয়ে খেলছিল। এ সময় ওই বালতিভর্তি পানি সে হাত দিয়ে নাড়াচাড়া করছিল। একপর্যায়ে পা পিছলে ওই বালতির পানির মধ্যে ডুবে যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির চাচা মোহাম্মদ তামিম জানান, বালতির পানিতে ডুবে আমার ভাতিজার মৃত্যু হয়েছে।
কালকিনি থানার এসআই নয়ন জানান, আমাদের কাছে এ বিষয়ে কেউ জানায়নি।
বাংলা৭১নিউজ/এসএম