জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো. আলী আকবর শেখ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
বুধবার (৩ আগস্ট) দুদকের খুলনার (মহানগর) সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে মামলাটি করেন।
বিজন কুমার রায় জানান, মো. আলী আকবর শেখ ও তার স্ত্রী মিসেস নাজমা আকবরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়া সম্পদ বিবরণীতে ২১ লাখ ৮২ হাজার ৯৪৩ টাকার অবৈধ সম্পদ গোপন করেন। তারা মিথ্যা তথ্য প্রদানসহ ৮৮ লাখ ২২ হাজার ৯৭২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন মামলা তরে। এজাহারটি আদালতে পাঠানো হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ