বাংলা৭১নিউজ, খুলনা প্রতিনিধি: নেপালে বিমান দুর্ঘটনায় নিহত আলিফুজ্জামান আলিফের লাশ দাফন করা হয়েছে। আজ শুক্রবার খুলনা জেলার রূপসা উপজেলার সেনের বাজার ইউছুফিয়া মাদ্রাসা কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এর আগে রূপসা উপজেলার বেলফুলিয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও জেলা বিএনপির সভাপতি সফিকুল আলম মনাসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
আলিফুজ্জামান আলিফের লাশ গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টা ২০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আলিফের ছোট ভাই ইয়াসিন আরাফাত ও ছোট খালু শাহাবুর রহমান এ লাশ গ্রহণ করেন। এ সময় আলিফের বড় ভাই আশিকুর রহমান হামিম, খালা ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলিফের বাড়ি খুলনার রূপসা উপজেলার আইচগাতি গ্রামে। তিনি খুলনা জেলা ছাত্রলীগের বিদায়ী কমিটির সদস্য ছিলেন। এছাড়া আলিফ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন। তিন ভাইয়ের মধ্যে আলিফুজ্জামান মেঝো।
বাংলা৭১নিউজ/জেএস