বাংলা৭১নিউজ, কক্সবাজার ব্যুরো: নিখোঁজ খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামকে কক্সবাজারের রামু থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার খুনিয়া পালং-এর তুলাবাগান এলাকার সিএনজি চালক আনোয়ার হোসেনের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুলনা জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের মোবাইল ট্র্যাকিং করে রামুর তুলাবাগান এলাকার এক সিএনজি চালকের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল ইসলাম আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পারিবারিক কলহের কারণে তিনি আত্মগোপন করেন বলে পুলিশ ধারণা করছে।
সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার নজরুল ইসলাম গত ১৮ মার্চ নিখোঁজ হন।
খুলনার ডুমুরিয়া মঙ্গলকোট এলাকা থেকে মোটরসাইকেলযোগে ১৮ মাইল এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে তিনি নিখোঁজ হন।
এদিকে ওই বিএনপি নেতা নিখোঁজ নাকি কেউ তুলে নিয়ে গেছে, সে বিষয়ে জানাতে পারছিল না তার পরিবার।
নজরুলকে বর্তমানে জেলা পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়েছে। পরবর্তীতে তাকে খুলনায় হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে।
বাংলা৭১নিউজ/জেএস