জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাগেরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান ও তার স্ত্রী শারমিন আক্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) স্বামী ও স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
শারমিন আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪৪ লাখ ১১ হাজার ৮৩২ টাকা এবং শেখ মনিরুল হাসানের বিরুদ্ধে ১৯ লাখ ৭৬ হাজার ৬৩৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে অভিযোগ এনেছে দুদক।
বাংলা৭১নিউজ/এসএম