বাংলা৭১নিউজ,(খুলনা)প্রতিনিধিঃ খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে খাদিজা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কিডনি, ডায়বেটিসসহ নানা সমস্যা নিয়ে শনিবার (৯ মে) রাত ৯টার দিকে ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে তিনি মারা যান। তার বাড়ি মহানগরীর টুটপাড়া এলাকায়। তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তার নমুনা পরীক্ষা করা হবে।
এ নিয়ে খুলনায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হলো।
বাংলা৭১নিউজ/এমকে