ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা জোনের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে এই সম্মেলনের আয়োজন করা হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী মো. রেজাউল করিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা জোনপ্রধান মো. হাবিবুর রহমান।
সম্মেলনে খুলনা শাখাপ্রধান ইয়াকুব আলী ও প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরানসহ জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএকে