বাংলা৭১নিউজ, খুলনা : খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, বুধবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার দেয়াড়া ঘাট সংলগ্ন ওই পাটকলে আগুনের সূত্রপাত হয়।
“স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ”
লিয়াকত আলী জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
মণ্ডল জুট মিলে মূলত পাটের সুতা ও বস্তা তৈরি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় শ্রমিকরা মিলের কাজে যোগ দেওয়ার পরপরই হঠাৎ আগুন ও ধোঁয়া দেখা যায়। এরপর দ্রুত পুরো মিলে ছড়িয়ে পড়ে আগুন।
দিঘলিয়া থানার ওসি মো. রবিউল হোসেন জানান, হতাহতের কোনো খবর বা ক্ষয়-ক্ষতির তথ্য প্রাথমিকভাবে তারা পাননি।
বাংলা৭১নিউজ/এসএস