খুলনা মেট্রোপলিটন পুলিশের একাধিক থানা ঘুরে দেখেছেন নৌবাহিনীর এরিয়া কমান্ডার রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক। এসময় তার সঙ্গে কেএমপির কমিশনার মো. মোজাম্মেল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে ১১ দফা দাবিতে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা আজকালের মধ্যে কাজে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
৪ আগস্টের পর থেকে কর্মবিরতি পালন করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের ১১ দফা দাবি আদায় না হলে কাজে ফিরবেন না বলে ঘোষণা করেন। সেই অনুযায়ী তারা শোক মিছিলসহ নানা কর্মসূচিও পালন করছেন। পুলিশ মাঠে না থাকায় প্রায় প্রতিদিন নগরীতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। এমনকি এ কয়েকদিনে খুলনায় সংঘটিত দুটি হত্যাকাণ্ডে কোনো থানায় মামলা হয়নি।
নগরীসহ জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে খুলনা নৌ অঞ্চলের এরিয়া কমান্ডার সদর থানা, খালিশপুর থানা, সোনাডাঙ্গা থানা এবং হরিনটানা থানা ঘুরে দেখেন।
বাংলা৭১নিউজ/এসএকে