বাংলা৭১নিউজ, ঢাকা : ঘরোয়া ক্রিকেটে বরাবরই সেরা অধিনায়কদের একজন মাহমুদউল্লাহ। গত বিপিএলেও বরিশাল বুলসকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নজর কেড়েছিলেন। সেই মাহমুদউল্লাহ এবার নেতৃত্ব দেবেন খুলনা টাইটানসকে।
নতুন দলে মাহমুদউল্লাহ কোচ হিসেবে পাচ্ছেন পরিচিত একজনকে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ স্টুয়ার্ট লকে প্রধান কোচ নিয়োগ দিয়েছে খুলনা। তার কোচিংয়ে ২০১২ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের টেকনিক্যাল পরামর্শক।
খুলনার উপদেষ্টা হিসেবে থাকবেন এই বিভাগেরই সন্তান, সাবেক জাতীয় অধিনায়ক ও এখনকার অন্যতম নির্বাচক হাবিবুল বাশার।
বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির লোগো উন্মোচন অনু্ষ্ঠানে দেওয়া হয় এসব ঘোষণা।
উপদেষ্টা হাবিবুল বাশার প্রতিশ্রুতি দিলেন আকর্ষণীয় ক্রিকেট খেলার।
“আমরা শিরোপা জিততে পারব কি পারব না, সেটা সময়ই বলে দেবে। তবে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে রোমাঞ্চকর ক্রিকেট খেলব।”
নতুন দলের নেতৃত্বেও ভালো কিছু করার আশাবাদ মাহমুদউল্লাহর কণ্ঠে।
“অধিনায়কত্বই সব কিছু না। দলের সব খেলোয়াড়দের কাছ থেকেই সাপোর্ট প্রয়োজন হয়। আমি এখনও শিখছি। দল হিসেবে যেন খেলতে পারি, ওটাই চেষ্টা থাকবে। আশা করি, আমরা এবার আরও ভালো পারফরম্যান্স দিতে পারব।”
বাংলা৭১নিউজ/এসএনসি