কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রাজন মিয়াকে (৪১) রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১ এপ্রিল) রাজধানীর খিলগাঁও থানাধীন খিদমাহ হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর অধিনায়ক(সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার করে সন্ত্রাসী কার্যক্রম, ডাকাতি, খুন, হত্যা, গুম, ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রাজন মিয়া।
তার অপকর্মে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ২০০৬ সালে করিমগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। পরবর্তীতে ২০১৪ সালে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। কিন্তু আদালতের রায়ের পর রাজন আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ