টলিউড অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়, প্রায় বছর আটের অভিনয় ক্যারিয়ার তার। ছকে বাঁধা বাণিজ্যিক ছবিতে লাস্যময়ী নায়িকার চরিত্রে দেখা যায় তাকে। ভিন্নধর্মী অভিনয়সমৃদ্ধ চলচ্চিত্রে খুব একটা দেখা যায় না। তাকে নিয়ে সমালোচনা আছে প্রচুর। তবে তা যে খুব একটা কেয়ার করেন না, সেটা তার আচরণে প্রকাশ পায়।
সম্প্রতি নিজেকে নিয়ে খুব বড়সড় বয়ান দিলেন এ নায়িকা। সামাজিকমাধ্যমে অনেকটা নিজের ঢোল পেটানোর মতো করেই জানালেন সফলতার জন্য তার আজন্ম খিদের কথা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কৌশানি লেখেন, ‘সফলতার জন্য অতৃপ্ত ক্ষুধা নিয়েই জন্মেছি আমি।’ অভিনেত্রীর কাছ থেকে এমন মন্তব্য শুনে চোখ বাঁকিয়েছেন অনেকেই। কেউ বললেন, ‘রাজনীতি থেকে সিনেমা সব জায়গায় আপনি অসফল।’ আবার কেউ বললেন, ‘আপনার প্রেমিকের চক্করে সব খোয়াবেন।’
অভিনয়ে খুব বেশি আলোচনায় না আসতে পারলেও প্রেমিক বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের খাতিরে বরাবরই থেকেছেন আলোচনায়। পড়েছিলেন সিবিআই তদন্তের মুখেও। দিন কয়েক আগে বনিকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন কৌশানি। বোঝাই যাচ্ছে, নিজেদের সম্পর্ক নিয়ে বেশ ফুরফুরে মেজাজেই আছেন এই টলিউড জুটি।
বাংলা৭১নিউজ/এসএইচবি