কুমিল্লার দাউদকান্দিতে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ মে) সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফুটিয়া মোড় এলাকায় তোশকে মোড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, তোশক মোড়ানো অবস্থায় মরদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে তোশক খুলে নারীর মরদেহ উদ্ধার করে।
কুমিল্লা দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শনিবার সাড়ে ১০টায় স্থানীয়দের মাধ্যমে খবর পাই। পরে ফোর্স গিয়ে তোশক খুলে দেখে এক নারীর রক্তাক্ত লাশ।
ধারণা করা হচ্ছে, অন্য কোনো জেলা থেকে এনে মরদেহটি ফেলে যাওয়া হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এমকে