বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে আজ শুক্রবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করবে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়া গত ১০ই জুন থেকে এ হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
উল্লেখ্য, ১০ই জুন গভীর রাতে হৃদরোগের সমস্যা নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। হার্টে রিং পরানোর পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। ১৫ই জুন তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
বাংলা৭১নিউজ/আরএম