বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে গতকাল শুক্রবার বাদআছর বগুড়া গাবতলীর নশিপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে বাগবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মোনাজাত করা হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির নেতা ইঞ্জিঃ রোকন তালুকদার, মনিরুজ্জামান ফারুক, টুটুল তালুকদার, হাফিজার রহমান, আব্দুল খালেক, গাবতলী থানা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, যুবদল নেতা আঞ্জু মন্ডল, নজরুল ইসলাম বজলু, জাহাঙ্গীর আলম পোটল, ইউনুছ আলী গেদা, মমিনুল ইসলাম মমিন, আশিক, সবুজ, সুমন, আরিফ, জেলা ছাত্রদল নেতা শনম তালুকদার, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোহতাছিন বিল্লাহ মুন, নশিপুর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক আয়নাল হক, সদস্য সচিব রনজু মিয়া, যুগ্ম আহবায়ক রানা হামিদ, সদস্য ডিউ তালুকদার, ছাত্রদল নেতা জুয়েল, মহব্বত মন্ডল ও আরিফুর প্রমূখ।
বাংলা৭১নিউজ/এমকে