বাংলা৭১নিউজ, নেত্রকোনা প্রতিনিধি: বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে সু-চিকিৎসা ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের নেতৃত্বে জেলা প্রশাসক বরাবরে স্মাকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিঃ সহ সভাপতি আব্দুল মান্নান তালুকদার, জাতীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান মশু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস