বাংলা৭১নিউজ, কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এ মামলায় ৭৮ জনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করে আজ এই আদেশ দেন কুমিল্লার জেলা ও দায়রা জজ জেসমিনা বেগম।
পিপি মোস্তাফিজুর রহমান লিটন জানান, খালেদা জিয়াসহ পলাতক আসামিদের বিরুদ্ধে আদালত এ পরোয়ানা জারি করেছেন।
বিএনপির ডাকা অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলা হয়। এতে বাসে আগুন ধরে আটজন দগ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বিএনপি-জামায়াতের ৫৬ জনের নাম উল্লেখ করে, আরো ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি দেখিয়ে মামলা করেন। মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
তদন্ত শেষে এ বছরের ৬ মার্চ কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এতে খালেদা জিয়াসহ মোট ৭৮ জনকে আসামি করা হয়।
বাংলা৭১নিউজ/সিএইস