বাংলা৭১নিউজ,ঢাকা: বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ। তাই এই মুহূর্তে তার সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির। তিনি জানান, কারা কর্তৃপক্ষ বিএনপি মহাসচিবকে জানিয়েছেন, খালেদা জিয়া অসুস্থ। তাই এমুহূর্তে তার সাথে সাক্ষাত করতে দেয়া সম্ভব নয়।
এর আগে শায়রুল জানিয়েছিলেন- চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে বিকেল ৩টায় মহাসচিব কারাগারে যাবেন।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। ওই দিন থেকেই তিনি নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
বাংলা৭১নিউজ/জেএস