বাংলা৭১নিউজ, ঢাকা: জেলকোড অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যা যা দরকার তার সবকিছু করা হচ্ছে।
আজ রোববার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ‘বাংলাদেশ দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির সংবর্ধনা’ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। জেলখানার চিকিৎসকদের প্রেসক্রিপশনে গতকাল তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সব বিশেষজ্ঞ চিতিৎসক এখানে রয়েছেন।
মন্ত্রী বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যখন যেটুকু প্রয়োজন জেলকোড অনুযায়ী সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না।
দলিল লেখকদের দাবি-দাওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপনারা বিভিন্ন দাবির কথা বলছেন। এটা শেখ হাসিনার বাংলাদেশ, এখানে যৌক্তিক সব দাবি মেনে নেয়া হবে। শেখ হাসিনার বাংলাদেশে নো বলে কোনো শব্দ নেই।
বাংলা৭১নিউজ/জেএস