বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলায় কারাদন্ডদেশ দেওয়ার প্রতিবাদে সারাদেশব্যাপী কেন্দ্রীয় নেতাদের সফরসূচীর অংশ হিসাবে জয়পুরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত শহরের রেলগেইট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সফু।
তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিএনপি নির্বাচনে অংশ নিবে। খালেদা জিয়ার মুক্তি ছাড়া এদেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হবেনা। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপি’র সহসভাপতি ফজলুর রহমান, মমতাজ উদ্দীন মন্ডল, অধ্যক্ষ শামছুল হক, সাধারন সম্পাদক নাফিজুর রহমান পলাশ প্রমুখ।
বাংলা৭১নিউজ/জেএস