বাংলা৭১নিউজ,ফরিদপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দুরে রাখতেই মিথ্যা সাজানো ও বানানো মামলায় সাজা দেয়া হয়েছে। তিনি বলেন সরকার পক্ষ কোন ভাবেই প্রমাণ করতে পাারে নাই যে বেগম খালেদা জিয়া জিয়া অরফানেজ টাষ্টে যে টাকা এসেছে তার সাথে তিনি কোন ভাবে সংশ্লিষ্ট ছিলেন। এটা কোন ভাবেই আদালতে সরকার পক্ষ প্রমাণ করতে পারে নাই। আদালতের রায়ে তাকে দূর্নীতি মালায় সাজা দেয়া হয়নি, তাকে সাজা দেয়া হয়েছে পেনাল কোড অনুযায়ী। তিনি আরো বলেন, দেশের জনগনের সম্পদ আজ দেশ থেকে লুট করে বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। আর এমন একটা সরকারের বিরুদ্ধে আজ দেশের জনগন ঐক্যবদ্ধ।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ী নগরকান্দার লস্করদিয়াস্থ ডেইরী ফার্ম মাঠে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি আয়োজতি স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বুধবার বিকালে নগরকান্দা থানা বিএনপির সভাপতি লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে স্মরন সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কে এম ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ ইসলাম রিংকু, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদারেছ আলী ইছা প্রমুখ।
এর আগে মরহুমের কবরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন এবং দোয়া অনুষ্ঠিত হয়।
বাংলা৭১নিউজ/জেএস