বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আজ সন্ধ্যা ৭ টায় বৈঠক করবেন।
বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি ও আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতৃবৃন্দ আলোচনা করতে পারেন।
গত সোমবার ইউরোপীয় পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন।
প্রতিনিধি দলে লিন্ডা ম্যাকএভান, আরনি লিৎজ, নোবার্ট নিউসার এবং এগনিস জগিরাস রয়েছেন।
বাংলা৭১নিউজ/এন