বাংলা৭১নিউজ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
আজ বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।
এর আগে সকালে এ মামলার আসামি খালেদা জিয়া মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। ব্যারিস্টার মওদুদ আহমদ খালেদা জিয়ার পক্ষে শুনানি করবেন।
চলতি সপ্তাহে খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এ আবেদন দাখিল করেন। আবেদনে মামলার বিচার কার্যক্রম স্থগিত চাওয়া হয়।
নিম্ন আদালতে নাইকো দুর্নীতির মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এ অবস্থায় ফৌজদারি কার্যবিধির ৫৬১ এর ক ধারার বিধান বলে মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার একাংশের পুনঃতদন্ত চেয়ে হাইকোর্টে আরেকটি আবেদন করেছেন খালেদা জিয়া।
বাংলা৭১নিউজ/সিএইস