রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিন চিকিৎসককে ঢাকায় আনছে বিএনপি। ওই তিন চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছে দলটি।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে যে তিনজন চিকিৎসক আসছেন তারা হলেন ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিনজনই মার্কিন বিশ্ববিদ্যালয় জন হপকিন্সের চিকিৎসক।
তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ।
অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ।
এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।
এ তিনজনকে ঢাকায় আনার জন্য সরকারের পক্ষ থেকে অনুমতি মিলেছে বলে জানিয়েছে বিএনপি।
বাংলা৭১নিউজ/এসএইচবি