বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২ ব্যারিস্টার আরমানের স্ত্রীকে হেনস্তা করিয়েছিলেন টিউলিপ: রিপোর্ট কামরুল-পলকসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার বেনজীরের স্ত্রী ও মেয়ের আয়কর নথি জব্দের আদেশ ভৈরব থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার অবশেষে মায়ের বুকে ছেলে পোষ্য কোটা বাতিলসহ ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের অনশন বাঘাবাড়ী নৌবন্দর নাব্য সংকট, ভিড়তে পারছে না জাহাজ নিয়োগ দুর্নীতি : ওয়াসার তাকসিমসহ ১০ জনের বিরুদ্ধে মামলা নির্বাচন সংস্কারে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের ১১ প্রস্তাব লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া ট্রাম্পের মানচিত্রে যুক্তরাষ্ট্রের নতুন অঙ্গরাজ্য কানাডা ২০২৪ সালে সড়কে নিহত ৭ হাজারের বেশি : রোড সেফটি ফাউন্ডেশন সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের টিসিবির নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল ফয়সাল আজাদ একনেকে ৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ঢাকায় ছিনতাই বেড়ে যাওয়ার কথা স্বীকার করলেন ডিএমপি কমিশনার বিডিআরের নিরপরাধ সদস্যদের মুক্তির দাবিতে পদযাত্রায় পুলিশের বাধা রায়েরবাজারে পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

খালেদার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২০ মে, ২০১৭
  • ৭৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে হঠাৎ করেই পুলিশ তল্লাশি চালিয়েছে।

আজ সকাল পৌনে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এই তল্লাশি চালানো হয়।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসন্মান করার জন্যই সরকারের নির্দেশে পুলিশ এ তল্লাশি চালিয়েছে।

তল্লাশির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও পুলিশের দাবি, সার্চ ওয়ারেন্টের ভিত্তিতেই তারা এই তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে।

বিএনপির সহদফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান সকালে জানান, সকালে হঠাৎ করে গুলশান থানার অতিরিক্ত পুলিশ চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এরপর কয়েকজন ম্যাডামের কার্যালয়ে প্রবেশ করে তল্লাশি শুরু করে।

তবে কেন এবং কী কারণে পুলিশ কার্যালয়ে তল্লাশি চালাচ্ছে তা তারা জানাতে পারেননি।

এক প্রশ্নের উত্তরে শায়রুল কবির খান বলেন, ‘আমরা তাদের কাছে কার্যালয়ে প্রবেশের বিষয়ে জিজ্ঞাসা করলে তারা শুধু বলেছেন- আমরা কার্যালয়ের ভেতরে যাব, যেতে দিন।’

তল্লাশি চলাকালীন কার্যালয়ের সামনেও বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়। সেখানে গণমাধ্যমকর্মীদেরও যেতে দেয়া হয়নি।

অবশ্য পরে সকাল ৯টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এলে তাকে কার্যালয়ে প্রবেশের সুযোগ দেয়া হয়।

চেয়ারপারসনের কার্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ রাশেদ জানান, হঠাৎ করেই সকাল সাড়ে ৬টার দিকে কার্যালয়ের সামনে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেয়। এরপর পুলিশ নিরাপত্তারর্ক্ষীদের হুমকি-ধামকি দিয়ে কার্যালয়ের বাইরের ফটকের তালা ভেঙে সকাল পৌনে ৭টার দিকে কার্যালয়ে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা সবার মোবাইল ফোন নিয়ে নেয়া হয়।

রাশেদ জানান, ম্যাডামের (খালেদা জিয়া) কক্ষ বাদে সব কক্ষেই তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাইরের ফটকসহ মোট চারটি তালা ভেঙে ফেলা হয়। ভাংচুর না করলেও বেশ কয়েকটি কক্ষের জিনিসপত্র উলট-পালট করেছে পুলিশ।

বাংলা৭১নিউজ/এমবিএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com