বাংলা৭১নিউজ, ঢাকা: নাশকতা ও রাষ্ট্রদ্রোহের ১১ মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শুনানি পিছিয়ে নতুন তারিখ আগামী ১৪ মার্চ ধার্য করেছেন আদালত।
আজ ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) তাপস কুমার পাল এ তথ্য দেন।
তিনি বলেন, আজ খালেদা জিয়ার মামলায় হাজিরার দিন ধার্য ছিল। তার আইনজীবীরা সময় আবেদন করে আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ। বিদেশী নাগরিকদের সঙ্গে তার একটি বৈঠক রয়েছে।
এ সময় আদালত খালেদা জিয়ার আইনজীবীর উদ্দেশে বলেন, অনেকবারই সময় নেয়া হয়েছে, এই শেষবারের মতো সময় আবেদন মঞ্জুর করা হল। পরবর্তী তারিখে অবশ্যই খালেদা জিয়াকে হাজির করবেন।
তাপস কুমার পাল জানান, আজ দারুস সালাম থানায় করা আটটি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। যাত্রাবাড়ী থানায় করা দুটি মামলার মধ্যে একটি মামলার অভিযোগ গঠনের শুনানি ও আরেকটি মামলার অভিযোগ আমলে নেয়ার জন্য দিন ধার্য ছিল।
এছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্যও আজ দিন ধার্য ছিল। সবক’টি মামলারই শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৪ মার্চ।
এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত কামরুল হোসেন মোল্লা খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
বাংলা৭১নিউজ/এন