বাংলা৭১নিউজ, নেত্রকোনা: বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরদ্বীপ হিসেবে খ্যাত জেলার খালিয়াজুরী উপজেলা সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিকশায় কিছু সময় ঘুরলেন। এ সময় এলাকার মানুষ দূরে দাঁড়িয়ে তাকে দেখে।
খালিয়াজুরী কলেজ মাঠে সমাবেশ শেষে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে রিকশায় চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলি প্যাড পর্যন্ত যান। পাঁচ মিনিটের মতো সময় তিনি রিকশায় চড়েন।
খালিয়াজুরীতে প্রধানমন্ত্রীর আগমনে এলাকাবাসী খুবই খুশি।খালিয়াজুরী উপজেলা সদরের স্কুলশিক্ষক শফিকুল ইসলাম তালুকদার ও কৃষক জহুর আলী প্রধানমন্ত্রীর আগমনে খুবই আনন্দিত।
শফিকুল ইসলাম বলেন, আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে প্রধানমন্ত্রী আসায় আমরা খুবই খুশি হয়েছি।
কৃষক জহুর আলী বলেন, ফসল গেছে আমাদের দুঃখ থাকলে ভাগ্যগুণে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়েছি- এতে আমরা খুবই আনন্দিত।
বাংলা৭১নিউজ/সিএইস