বাংলা৭১নিউজ, হিলি সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে খালাতো ভাইয়ের হাতে নির্মম ভাবে হত্যার শিকার হয়েছে মিনহাজুল ইসলাম (১০) নামের এক কিশোর।
আজ বুধবার দুপুরে উপজেলার চকদলু নারায়নপুর গ্রামে রাস্তার পার্শ্বে ভুট্টার ক্ষেত থেকে মিনহাজুলের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ ।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার বলেন, নিহত মিনহাজুল ইসলাম পার্শ্ববর্তী বিরামপুর উপজেলার জোতবানী গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের পুত্র।
নিহতের স্বজনেরা জানায়- একই গ্রামের তার খালাতো ভাই রশিশুল আলীর পুত্র আজিজুর রহমান(২৫) তার শ্বশুর বাড়ী নবাবগঞ্জে বেড়ানোর কথা বলে বাই সাইকেল যোগে এনে মিনহাজুলকে নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত আজিজুর রহমানকে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
বাংলা৭১নিউজ/জেএস