বাংলা৭১নিউজ,(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে মারা গেছেন বাবা ও ছেলে । শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- মানিকখিলা এলাকার নিয়াজ আলীর ছেলে হারিদুল ইসলাম (৪৭) ও তার ছেলে তারা মিয়া (১২)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হারিদুল ইসলামের বাড়ির পাশেই একটি চিংড়ির খামার রয়েছে। শনিবার সকালে ছেলে তারা মিয়াকে নিয়ে তিনি ওই খামারে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তাহিরপুর থানার এসআই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানিকখলা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত হারিদুল ইসলামের একটি চিংড়ি খামার ছিল। আজ সকালে তিনি ও ছেলে সেই খামারে যান। এ সময় সেখানে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তারা।
বাংলা৭১নিউজ/এফএ